Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে নৌকাডুবি, ১২ জনের মৃত্যু


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৪৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের অন্ধ্র প্রদেশের গোদাবরী নদীতে রোববার (১৫ সেপ্টেম্বর) এক নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে আরও ৩০ জন। খবর বিবিসির।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বিবিসিকে জানিয়েছেন, ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। নৌকার যাত্রীদের মধ্যে ২৭ জনকে ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে অভিযান চলছে।

এদিকে, উদ্ধারকাজ নির্বিঘ্ন করতে ঐ এলাকায় নৌ চলাচল বন্ধ রাখার আদেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। নৌকাডুবিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পর্যটন মন্ত্রী জানিয়েছেন ঐ নৌ যানটির বৈধ কোন লাইসেন্স ছিল না।

বিজ্ঞাপন

উদ্ধার পাওয়া অনেকেই বিবিসির কাছে তাদের ভয়াল অভিজ্ঞতার কথা বর্ননা করেছেন।

ভারতে প্রায়ই অতিরিক্ত যাত্রী বহন এবং অপর্যাপ্ত নিরাপত্তার কারণে এ  ধরনের নৌ দুর্ঘটনা ঘটে থাকে।

 

 

 

 

 

 

 

 

অন্ধ্র প্রদেশ উদ্ধার নিখোঁজ নৌকাডুবি ভারত মৃত্যু

বিজ্ঞাপন

পবিত্র আশুরা আজ
৬ জুলাই ২০২৫ ০৩:১৮

আরো

সম্পর্কিত খবর