Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. কালাম স্মৃতি পদক গ্রহণ করলেন প্রধানমন্ত্রী


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৬:৫৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হলো ভারতের সম্মানজনক ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯। সোমবার (১৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এক অনুষ্ঠানে ড. কালাম আন্তর্জাতিক উপদেষ্টা পরিষদের পৃষ্ঠপোষক এবং চেয়ারম্যন রাষ্ট্রদূত শ্রী টি. ড. শ্রীনিবাসন প্রধানমন্ত্রীর হাতে এ পদক তুলে দেন।

প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বলেন, ‘বাংলাদেশ ভারত সম্পর্ক গত এক দশকে এক অন্য উচ্চতায় পৌঁছে গেছে। আমরা বিশ্বাস করি. প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকতে পারে তবে পারস্পরিক সহযোগিতামূলক সম্পর্ক থাকলে সবারই উন্নয়ন করা সম্ভব হয়।’

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রতিবেশী দেশের সঙ্গে সমস্যা থাকলে তা আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব।’

ড. কালাম স্মৃতি আন্তর্জাতিক উপদেষ্টা কমিটি শেখ হাসিনাকে এই পদকের জন্য মনোনীত করে। বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক গড়ে তোলার জন্য তার অসামান্য অবদান, জনকল্যাণ বিশেষত নারী ও শিশুদের কল্যাণে বিশেষ অবদান রাখা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে।

আওয়ামী লীগ ড. কালাম স্মৃতি পদক প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন

সাগরে লঘুচাপ, কমছে তাপমাত্রা
২৫ নভেম্বর ২০২৪ ১৩:৩৩

আরো

সম্পর্কিত খবর