Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার রুটিনে ভুল


১৬ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য এলএলবি শেষ পর্বের পরীক্ষার রুটিন প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এই রুটিনে একটি কোর্সের পরীক্ষার সময়সূচিতে ভুল রয়েছে। এছাড়া রয়েছে বানান ভুলও।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এ রুটিন প্রকাশিত হয়।

এ রুটিনে আটটি বিষয়ের মধ্যে সপ্তম পরীক্ষার তারিখ ভুলভাবে ছাপা হয়েছে। এতে ২৩ নভেম্বরের পরিবর্তে ২৩ আগস্ট ছাপা হয়েছে। এ দিন ভূমি আইন ও ভূমি রেজিস্ট্রেশন কোর্সের পরীক্ষা হওয়ার কথা। এছাড়া প্রতিটি পরীক্ষা শনিবার হবে বলে উল্লেখ করা হলেও ইংরেজি বানান  saturday এর জায়গায় Saterday লেখা হয়েছে।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামানের টেলিফোন নম্বরে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি। তবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ সারাবাংলাকে বলেন, ‘রুটিনটি টাইপ করার সময় এই ভুল হয়েছে। এটি টাইপোগ্রাফির সমস্যা। এরপরও এই ভুলটি কেন আগেই সংশোধন করা হলো না, কীভাবে এই ভুলটি হয়েছে তা খতিয়ে দেখছি।’

এলএলবি পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয় টপ নিউজ ভুল তারিখ রুটিন