Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দিনে বিএনপির প্রতিবাদ, সন্ধ্যায় শীর্ষ নেতাদের বৈঠক


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:১০

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কারাদণ্ডের প্রতিবাদে দ্বিতীয় দিনের কর্মসূচির অংশ হিসেবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় আজ (১০ ফেব্রুয়ারি) প্রতিবাদ কর্মসূচি পালন করছে দলটি। তবে এখন পর্যন্ত দেশের কোনো জায়গায় দলটির নেতা-কর্মীদের মাঠে নামার খবর পাওয়া যায়নি।

এছাড়া শনিবার সন্ধ্যায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান ও ঢাকায় অবস্থানরত দলের সিনিয়র নেতারা।

এ বৈঠক থেকেই পরবর্তী কর্মসূচি চূড়ান্ত করতে পারে বিএনপি। পাশাপাশি আইনি লড়াইয়ের দিকগুলো খতিয়ে দেখা হবে।

রায়ের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পরও প্রথমদিনের প্রতিবাদ কর্মসূচি পালন করেছিল বিএনপি। দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ রায়ের পর দুইদিনের ওই কর্মসূচি ঘোষণা করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসনকে বৃহস্পতিবার পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রায়ে খালেদা জিয়ার বড় ছেলে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও আরো চার আসামিকে ১০ বছরের কারাদণ্ড এবং প্রত্যেককে দুই কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়।

সারাবাংলা/এজেড/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর