Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিল্কভিটার কর্মকর্তাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট


১৬ সেপ্টেম্বর ২০১৯ ২০:৩৩

ঢাকা: অর্থ অত্মসাতের অভিযোগের মামলায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) সিনিয়র অফিসার (বিপণন) মো. নুরুল ইসলামসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেছে দুদক।

সোমবার (১৬ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত কর্মকর্তা দুদকের উপপরিচালক কামরুজ্জামান এ চার্জশিট দাখিল করেন। এরপর ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার চার্জশিটটি ‘দেখিলাম’ বলে স্বাক্ষর করেন।

বিজ্ঞাপন

শিগগিরই মামলাটি বিচারের জন্য ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বদলি করা হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

চার্জশিটভূক্ত অপর আসামিরা হলেন- এমপ্লয়ি গ্রেড-৪ জোন তত্ত্বাবধায়ক (বিপণন) মো. আবু ছায়েদ, বিপণন কর্মকর্তা নজরুল ইসলাম ও গাজীপুর দুগ্ধ বিতরণকারী রিকশা-ভ্যান চালক সমবায় সমিতি লিমিডেটের ম্যানেজার মো. ইউসুফ।

২০১৩ সালের জুন মাস থেকে ২০১৭ সালের নভেম্বর মাস পর্যন্ত তারা কর্মরত ছিলেন। ওই সময় আসামিদের বিরুদ্ধে প্রতিষ্ঠানের ২ কোটি ৮৩ লাখ ২৬ হাজার ৩৭৫ টাকা আত্মসাতের প্রমাণ পাওয়া যায়। তবে চার্জশিটে আসামিদের বিরুদ্ধে ৮১ লাখ ৮৪ হাজার ৭১৯ টাকা আত্মসাৎ করার অভিযোগ আনা হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর রূপনগর থানায় ৪ জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেন প্রতিষ্ঠানের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল হাসান।

দুদক মামলা মিল্কভিটা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর