Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপার এমপি জিন্নাহকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দুদকের


১৬ সেপ্টেম্বর ২০১৯ ২২:৫৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় পার্টি থেকে নির্বাচিত বগুড়া-২ আসনের সংসদ সদস্য মো. শরিফুল ইসলাম জিন্নাহকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১৬ সেপ্টেম্বর) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো এক নোটিশে তাকে আগামী ২১ কার্যদিবসের মধ্যে সম্পদের হিসাব দাখিল করতে বলা হয়েছে। দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশ জিন্নাহর বগুড়ার ঠিকানা বরাবর পাঠানো হয়েছে বলে কমিশন সূত্র নিশ্চিত করেছে।

নোটিশে বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে কমিশন মো. শরিফুল ইসলাম জিন্নাহর জ্ঞাত আয় বহির্ভূত বিপুল পরিমাণ সম্পদের (স্বনামে-বেনামে) তথ্য পেয়েছে। তাই নোটিশ পাওয়ার ২১ কার্যদিবসের মধ্যে তার নিজের এবং নির্ভরশীল ব্যক্তিবর্গের যাবতীয় স্থাবর-অস্থাবর সম্পত্তি, দায়-দেনা, আয়ের উৎস ও তা অর্জনের বিস্তারিত বিবরণ নির্ধারিত ফরমে দাখিল করতে বলা হলো।

বিজ্ঞাপন

উল্লেখ্য, দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম অবৈধ সম্পদের অভিযোগটি অনুসন্ধান করছেন।

জাপার এমপি দাখিল দুদক নোটিশ সম্পদ বিবরণী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর