Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি তেলক্ষেত্রে হামলার জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: ট্রাম্প


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১২:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবের তেল স্থাপনায় ‘নজিরবিহীন’ হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘এই হামলার পেছনে ইরানের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।’

ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র সৌদি আরবকে এ বিষয়ে সহায়তা করতে প্রস্তুত। তবে এ হামলায় কারা জড়িত তা ‘নিশ্চিত’ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এতে উপসাগরীয় অঞ্চলে নতুন করে সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। খবর এএফপি’র।

ইরানের বিরুদ্ধে সচিত্র প্রমাণ হাজির করেছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রধানমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘আমাদের হাতে অনেক বিকল্প রয়েছে। তবে এ ব্যাপারে তাড়াহুড়া করে কোনো জবাব দেওয়া যাবে না। এটা নিয়ে প্রথমে মিত্রদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি নতুন করে সংঘাতে জড়াতে চাই না। তবে আপনাদের এ ব্যাপারে কিছু একটা করতে হবে। কেননা, এটি ছিল অত্যন্ত বড় একটি হামলার ঘটনা।’

বিজ্ঞাপন

‘অবশ্যই এতে ইরানের হাত থাকার সম্ভাবনাই প্রবল’, বলেন ট্রাম্প।

এর আগে, ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক ইস্পার আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী শক্তি হিসেবে নির্দিষ্টভাবে ইরানের নাম উল্লেখ করে এ হামলায় ইরানের হাত থাকার ইঙ্গিত দেন। তিনি বলেন, ‘মার্কিন সামরিক বাহিনী এই নজিরবিহীন হামলার ব্যাপারে করণীয় নির্ধারণে মিত্রদের সঙ্গে কাজ করে যাচ্ছে।’

ইরান যুক্তরাষ্ট্র সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর