নামি-দামি কোম্পানির মোড়কে নিম্নমানের ওষুধ, চলছে র্যাবের অভিযান
১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৪:৫৫
ঢাকা: নামি-দামি কোম্পানির নামে নিম্নমানের ওষুধ বাজারজাত করা হচ্ছে, এমন অভিযোগ রয়েছে ‘এরিস্টট্র্যাক কেয়ার’ নামে একটি ওষুধ কোম্পানির বিরুদ্ধে। এই অভিযোগে কোম্পানিটির কার্যালয়ে অভিযান চালাচ্ছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর হাতিরপুলে শুরু হয় এ অভিযান। অভিযানে বিপুল পরিমান নিম্নমানের ওষুধের সন্ধান মিলেছে বলে জানিয়েছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনিই নেতৃত্ব দিচ্ছেন এই অভিযানে। এতে সার্বিক সহায়তা করছেন র্যাব-২ এর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম সারাবাংলাকে বলেন, ‘নিম্নমানের ওষুধ বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করে ব্যবসা করছে একটি প্রতিষ্ঠান। এমন অভিযোগে অভিযান চালানো হচ্ছে, এর সত্যতাও মিলেছে। অভিযান শেষে বিস্তারিত জানানো যাবে।’