Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইবান্ধায় ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে আটক ১


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:০২

ডিস্ট্রিক্ট করেসপেন্ডন্ট

গাইবান্ধা: গাইবান্ধায় চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ করা হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশুটির মায়ের অভিযোগ, গত বুধবার দুপুরে নিজ বাড়ির গোসলখানায় শিশুটি গোসল করছিল। সে সময় উপজেলার হোসেনপুর গ্রামের কিশোর পবিত্র কুমার (১৪) শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। তবে শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে আসলে সে পালিয়ে যায়। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করার চেষ্টা করে অভিযুক্তের পরিবার। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) শিশুটি শারীরিক সমস্যার কথা জানালে সন্ধ্যায় তাকে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, ঘটনাটি ধর্ষণ না ধর্ষণের চেষ্টা বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। থানায় এখন পর্যন্ত কেই অভিযোগ করেনি। এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে  অভিযুক্ত পবিত্র পুলিশ হেফাজতে আছে। অভিযোগ পেলে আইন গত ব্যবস্থা নেয়া হবে।

সারাবাংলা/টিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর