‘শুধু ছাত্রলীগ নয়, যেই অপকর্ম করবে তার বিরুদ্ধেই ব্যবস্থা’
১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৫:২২
ঢাকা: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, শুধু ছাত্রলীগই নয়, দল কিংবা সরকারে থেকে যেই অপকর্ম করবে, তার বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কারণ দলের ইমেজ রক্ষার পাশাপাশি সরকারের স্বচ্ছতাও নিশ্চিত করতে চান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দলে শুদ্ধি অভিযান শুরু হয়েছে। যুবলীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মীর বিরুদ্ধে অপকর্মের প্রমাণ পাওয়া গেলে কঠোর সিদ্ধান্ত আসবে। বাদ যাবে না সরকারি কর্মকর্তারাও। সেজন্য মাঠ পর্যায়ে গোয়েন্দাদের খোঁজ-খবর নিতে দিক নির্দেশনা দেওয়া হয়েছে।’
ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতাসীন দলে কিছু আগাছা থেকে যায়। সুবিধাবাদীরা স্রোতের সঙ্গে ঢুকে পড়ে। এরাই সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। প্রধানমন্ত্রী যেখানে ইতিবাচক ইমেজের জন্য বিশ্বে প্রশংসনীয়, সেখানে দলের ইমেজ খারাপ রাখা সম্ভব নয়। যারা দলে থেকে ইমেজ খারাপ করবে তাদের বিরুদ্ধেই কঠোর সিদ্ধান্ত আসবে।
তিনি আরও বলেন, ‘ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে ওঠা অভিযোগে হতাশ হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে বলেই দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত ভবিষ্যতে দলীয় নেতাকর্মীদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
শোভন-রাব্বানীর অপসারণ সম্পর্কে সেতুমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মেধাবী, কর্মঠ শিক্ষার্থী বাছাই করেই ছাত্রলীগের মতো সংগঠনের দায়িত্ব তাদের হাতে দেওয়া হয়েছিল। কিন্তু তারা সে মর্যাদা রক্ষা করতে পারেননি। অপকর্মের বিরুদ্ধে দলের সভানেত্রী শেখ হাসিনা জিরো টলারেন্স নীতি অবলম্বন করছেন।’
এ ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে (ভিসি) অপসারণ করা হবে কিনা, সে প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘অপরাধ প্রমাণিত হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।’
ডাকসুর জিএস পদে থাকা গোলাম রাব্বানীকে অপসারণের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গঠনতন্ত্র অনুযায়ী ডাকসুই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।’