Thursday 16 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়ের দিন সংঘর্ষ, বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর নামে মামলা


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫১ | আপডেট: ২০ অক্টোবর ২০১৮ ১৭:৪৬

স্টাফ করেসপন্ডেট

ঢাকা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রায়কে কেন্দ্র করে রাজধানীর কাকরাইল থেকে চানখারপুল পর্যন্ত বিএন‌পি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পাঁচ মামলা হয়েছে।

পুলিশ বাদী হয়ে শাহবাগ থানায় দুটি ও রমনা থানায় আলাদা তিনটি মামলা করে। মামলায় বিএনপির ৩৬৮ নেতাকর্মীর নামে ও অজ্ঞাত আরও কয়েকশ নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, সরকারি কাজে বাধা, পু‌লিশের ওপর হামলা, সরকা‌রি সম্পদ নষ্ট, অগ্নিসংযোগের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলাগুলো করেছে।

শাহবাগ থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) আবুল হাসান সারাবাংলাকে জানান, দুই মামলায় মোট দুই শতাধিক জনকে আসামি করা হয়েছে।

রমনা থানার অ‌ফিসার ইনচার্জ (ও‌সি) কাজী মাঈনুল ইসলাম জানান, ৮ ফেব্রুয়ারির ঘটনায় তিনটি মামলা করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে ১৮ জনকে গ্রেফতার দেখিয়ে এরইমধ্যে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/এসআর/একে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর