Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন ওড়ানোর চেষ্টায় ৪ এনজিও কর্মী


৭ ডিসেম্বর ২০১৭ ১০:৫২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার : রোহিঙ্গা ক্যাম্পে ড্রোন ওড়ানোর সময় চার এনজিও কর্মীকে আটকের পর যাচাই-বাচাই শেষে ছেড়ে দিয়েছে পুলিশ। আটকদের মধ্যে তিনজন তুর্কিস  ও একজন বাংলাদেশি। পুলিশ জানিয়েছে তারা এনজিওকর্মী। মূলত রোহিঙ্গা ক্যাম্পের চিত্র ধারণ করার জন্যই তারা ড্রোন ওড়ানোর চেষ্টা করছিলেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো আবুল খায়ের সারাবাংলাকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কোনো প্রকার সন্ত্রাসী সংশ্লিষ্টতা না থাকায় তাদের ছেড়ে দেওয়া হয়। তাদের পাসপোর্ট দেখে নিশ্চিত হওয়া গেছে তারা এনজিওকর্মী।

ওসি বলেন, তারা ক্ষমা চেয়েছেন। ড্রোনটি  জব্দ করে রাখা হয়েছে। ওই বিদেশি নাগরিকদের ভিসার মেয়াদ শেষ হলে তাদের ড্রোন ফেরত দেওয়া হবে।

 

সারাবাংলা/আরসি/একে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর