Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সড়ক-ফুটপাত দখল, রোববার থেকে ডিএনসিসির অভিযান


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১০

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, রাজধানীতে সব ধরনের অবৈধ দখল উচ্ছেদে আমরা বদ্ধপরিকর। আগামী ২২ সেপ্টেম্বর (রোববার) থেকে সব ধরনের অবৈধ দখল উচ্ছেদে আমরা অভিযান শুরু করব।

ডিএনসিসির নগরভবনে সংস্থাটির সব কাউন্সিলর ও ডিএমপির কমিশনারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বেদখল স্থাপনা উচ্ছেদ সংক্রান্ত এক আলোচনা সভা শেষে মেয়র এ সব কথা বলেন।

ডিএনসিসি মেয়র বলেন, ‘আমরা সব ধরনের অবৈধ দখল উচ্ছেদ করতে বদ্ধপরিকর। আমরা সুন্দর সুন্দর রাস্তা ও ফুটপাত নির্মাণ করেছি। কিন্তু কেউ কেউ সড়ক ও ফুটপাত দখলে নিয়ে ব্যবসা করছে। কিন্তু এসব বেদখলের জন্য পুলিশ বলছে কাউন্সিলররা দায়ী, আর কাউন্সিলররা বলছেন এর জন্য পুলিশ দায়ী। কিন্তু আজকে আমি ডিএমপি কমিশনারের সামনে বলছি, আমরা দুজন যদি ঠিক থাকি তাহলে এসব অবৈধ দখল উচ্ছেদ করতে পারব।’

মেয়র আরও বলেন, ‘কেউ এটি নিয়ে ব্লেইম গেইম খেলতে পারবে না। কারণ প্রধানমন্ত্রীর সুস্পষ্ট নির্দেশনা কোনো বেদখল থাকতে পারবে না। উচ্ছেদ করতে হবেই। তিনি নির্দেশ দিয়েছেন ফুটপাত নিয়ে কোনো বাণিজ্য চলবে না। কাজেই সকলকে অনুরোধ করব যদি দেশকে ভালোবাসেন তাহলে উচ্ছেদ অভিযানে সহায়তা করুন। আমরা আগামী ২২ সেপ্টেম্বর থেকে উচ্ছেদ অভিযান শুরু করব। প্রথমে উত্তরা অভিযান শুরু হবে।’

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘আমাদের আগের যেসব সিদ্ধান্ত নিয়েছিলাম সেগুলোকে কোনো ক্ষেত্রে ছাড় দিলেও এবার কিন্তু কোনো ছাড় নয়। কাউকে ছাড় দেওয়া হবে না। সে যেই দলেরই হউক। প্রধানমন্ত্রী নিজেই বলেছেন আমাদের দলের সহ বিভিন্ন দলের নেতারাও এসব বাণিজ্য জড়িত। সুতরাং সময় এসেছে এসব বন্ধের। কেউ পার পাবে না।’

বিজ্ঞাপন

এ সময় ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, ‘সবাই যদি আমাদের সঙ্গে থাকেন তাহলে পুলিশের কেউ চাঁদা খেয়ে রাস্তা বন্ধ করে বাণিজ্য করার সাহস পাবে না। কিন্তু যখন একে অপরকে দোষ দিয়ে পার পাওয়ার চেষ্টা করা হবে তখন কিন্তু এটির সমাধান হবে না। তাই আসুন সবাই এক মত হয়ে অবৈধ দখল উচ্ছেদ শুরু করি।’

সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান নায়ক ফারুক, ১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস মোল্লা, গুলশান জোনের ডিসি মোস্তাক আজমেদ, তেঁজগাও জোনের ডিসি আনিসুর রহমান প্রমুখ।

অবৈধ দখল উচ্ছেদ অভিযান টপ নিউজ ফুটপাত সড়ক

বিজ্ঞাপন

আজ সশস্ত্র বাহিনী দিবস
২১ নভেম্বর ২০২৪ ০৯:১৬

আরো

সম্পর্কিত খবর