Saturday 19 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যৌতুকের মামলায় স্বামী খালাস, আদালতে স্ত্রীর বিষপান


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:১৯ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ২২:৪৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: যৌতুকের জন্য মারধরের অভিযোগে দায়ের হওয়া মামলার রায়ে স্বামীকে খালাস দেওয়ার আদেশ শুনে বিষপানে আত্মহত্যার চেষ্টা করেছেন স্ত্রী। আদালত প্রাঙ্গনেই ওই নারী বিষপান করেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে চট্টগ্রামের ৫ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সামনে এই ঘটনা ঘটে। বিষপানে অসুস্থ সেলিনা আক্তারকে (২৮) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সেলিনা আক্তার চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার বলিরহাট এলাকার বক্স আলী সওদাগর বাড়ির মো. জাসেদের স্ত্রী।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান সারাবাংলাকে বলেন, ‘সেলিনা তার স্বামী জাসেদের বিরুদ্ধে যৌতুকের জন্য মারধরের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছিলেন। ওই মামলার রায়ে বিচারক আজ (মঙ্গলবার) তার স্বামীকে খালাস দেন। রায় শুনে ৫ম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল থেকে টয়লেটের কাছে গিয়ে সেলিনা বিষপান করেন। বিচারক অসুস্থ সেলিনার দ্রুত চিকিৎসার ব্যবস্থা করার নির্দেশ দেন। আমরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

বিজ্ঞাপন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-সহকারী পরিদর্শক (এএসআই) আলাউদ্দিন তালুকদার সারাবাংলাকে বলেন, ‘বিষপানে অসুস্থ একজন নারীকে আনা হয়েছে। চিকিৎসকেরা বলেছেন, তিনি বর্তমানে আশঙ্কামুক্ত।’

চট্টগ্রাম টপ নিউজ যৌতুকের মামলা স্ত্রীর বিষপান স্বামী খালাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর