Wednesday 30 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করে দোয়া চাইলেন মোদি


১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪২ | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৪৪

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৬৯তম জন্মদিন আজ। জন্মদিনে মোদি কিছুটা সময় কাটিয়েছেন মায়ের সঙ্গে। হাজারো ব্যস্ততার মধ্যে ভারতের এই প্রধানমন্ত্রী তার মা হেরবনের সঙ্গে আহার করেন ও দোয়া চান।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হিন্দুস্থান টাইমস এ খবর ছাপিয়েছে।

মায়ের সঙ্গে দেখা করতে মোদি গুজরাটে পৌঁছান। দুপুরে নিজ বাড়িতে মায়ের সঙ্গে জন্মদিনের আহার সারেন। ছবিতে মায়ের কাছ থেকে দোয়া নিতেও দেখা যায় মোদিকে।

এর আগে, কেভাদিয়ায় সরদার সারোভার ড্যাম পরিদর্শন করেন মোদি । এছাড়া পৃথিবীর সর্বোচ্চ মূর্তি সরদার বল্লভাই প্যাটেলের স্মরণে নির্মিত  স্ট্যাচু অব ইউনিটির ও একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। গত বছরের ৩১ অক্টোবর বল্লভাই প্যাটেলের জন্মদিনে মোদি এটি উন্মোচন করেন।

মোদি ২০১৪ সালে তার ৬৪তম জন্মদিনে মায়ের কাছ থেকে ৫ হাজার ১ রুপি উপহার পেয়েছিলেন। তিনি সেই অর্থ জম্মু-কাশ্মিরের বন্যা দুর্গতদের উদ্দেশে ব্যয় করেন। ২০১৯ সালে বিপুল ব্যবধানে নির্বাচনে জয়ের পরও মোদি তার মায়ের সঙ্গে দেখা করতে যান।

নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর