Friday 15 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেলবোর্নে বাংলাদেশির বিরুদ্ধে ‘ছোরা মারার’ অভিযোগ


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

অস্ট্রেলিয়ার মেলবোর্নে এক ঘুমন্ত লোকের ঘাড়ে ছোরা মেরেছে ২৪ বছরের এক বাংলাদেশি তরুণী। স্থানীয় পুলিশের আশঙ্কা, এই তরুণী ইসলামি জঙ্গি গোষ্ঠী আইএস (ইসলামিক স্টেট)-এর সঙ্গে জড়িত থাকতে পারে।

তরুণীর নাম মোমেনা সোমা, সে লা ট্রোবে ইউনিভার্সিটির শিক্ষার্থী। এ মাসের এক তারিখেই সে স্টুডেন্ট ভিসায় মেলবোর্ন এসেছেন। আহত অস্ট্রেলিয়ান লোকটির বাড়িতেই সে ভাড়া থাকত। এ অস্ট্রেলিয়ান পরিবার প্রতি বছরই ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বাড়ি ভাড়া দিয়ে থাকে। ঠিক কোন কারণে মোমেনা তার উপর আঘাত করে তা জানা যায়নি।

প্রতিবেশীরা জানান, ছুরি আঘাতে আহত লোকটির অকুতিতে তারা ছুটে আসে। লোকটি রক্তে ভেসে যাচ্ছিল। মেয়েটি তখনও সেখানে দাঁড়িয়ে ছিল এবং তার হাতেও জখম ছিল। দুজনকেই হাসপাতালে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসার পরে মোমেনাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ডাক্তাররা জানিয়েছে, আহত লোকটির অবস্থা-গুরুতর কিন্তু তিনি এখন শঙ্কামুক্ত।

বিজ্ঞাপন

আজ (শনিবার) মোমেনাকে মেলবোর্ন ম্যাজিস্ট্রেট কোর্টে নেওয়া হবে। তার বিরুদ্ধে সন্ত্রাসী হামলার অভিযোগ করা হয়েছে।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর