আশোকা ফোলোশিপ পাচ্ছেন বাংলাদেশের শ্রমিক নেত্রী নাজমা
১৮ সেপ্টেম্বর ২০১৯ ০১:৫৯
ঢাকা: শ্রমিকদের অধিকার আদায় ও নারী নেতৃত্বে বিশেষ অবদানের জন্য যুক্তরাষ্ট্রের আশোকা ফেলোশিপ পাচ্ছেন বাংলাদেশের সম্মিলিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি নাজমা আক্তার। ফেলোশিপের ভারতের শাখা অফিস থেকে তাকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় সারাবাংলাকে নিজেই এই তথ্য জানিয়েছেন নাজমা। ট্রেড ইউনিয়ন করে শ্রমিকের অধিকার আদায় ও নারী ক্ষমতায়নের জন্য এই পুরস্কার পাচ্ছেন তিনি।
নাজমা সারাবাংলাকে বলেন, ‘দীর্ঘ প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে এই পুরস্কার দেওয়া হয়। সোমবার (১৬ সেপ্টেম্বর) ভারতের শাখা অফিস থেকে নির্বাচিত হওয়ার কথা আমাকে জানানো হয়েছে। তবে এখনও আনুষ্ঠানিকভাবে হাতে কাগজ পাইনি।’
আশোকা বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় পাঁচটি এনজিওর একটি, যা বিশ্বব্যাপী সামাজিক উদ্যোক্তাদের সবচেয়ে বড় নেটওয়ার্ক। ১৯৮০ সালে বিল ড্রায়তন এই সংস্থাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটি ১৯৮৭ সালে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু করে। এখন পর্যন্ত ৭০ জন বাংলাদেশী নারী-পুরুষকে আশোকা ফেলোশিপ দেওয়া হয়েছে।
আশোকা ফেলোশিপ পাওয়া ব্যক্তিদের দীর্ঘ ও নিখুঁত প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হয়। এক্ষেত্রে প্রতি প্রার্থীর সৃজনশীলতা, উদ্যোগ গ্রহণের প্রতি আগ্রহ, সততা, তাদের কাজের প্রভাব ও সম্ভাবনাকে যাচাই করা হয়।