Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙ্গামাটিতে জেএসএস’র ২ কর্মীকে গুলি করে হত্যা


১৮ সেপ্টেম্বর ২০১৯ ১২:৪৬

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস-এমএন লারমা) দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুবৃর্ত্তরা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) মধ্যরাতে উপজেলার মারিশ্যা ইউনিয়নের দুর্গম নবছড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহতরা হলেন- রিপেল চাকমা (২৫) ও বর্ষণ চাকমা (২৪)। এরা দুইজনই জনসংহতি সমিতির (এমএন লারমা) কর্মী বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এখনও তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ছুফিউল্লাহ বলেন, ‘জনসংহতি সমিতির (এমএন লারমা) দুই কর্মীকে হত্যার ঘটনা জেনেছি। এলাকাটি বেশ দুর্গম। পুলিশ ও বিজিবি ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মনজুর বলেন, ‘যেখানে ঘটনা ঘটেছে সেই এলাকাটি খুবই দুর্গম। পুলিশ মৃতদেহ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।’

এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) বাঘাইছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জ্ঞান জীবন চাকমা বলেন, ‘মঙ্গলবার মধ্যরাতে রিপেল চাকমা ও বর্ষণ চাকমা বাড়ি যাওয়ার পথে সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সশস্ত্র গ্রুপের সামনে পড়লে তারা দুজনকে হত্যা করে। মূলত এরা দুজন আমাদের দলকে সাপোর্ট করে বলে সন্তু লারমার লোকজন তাদের হত্যা করেছে।’

এ বিষয়ে কথা বলতে সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতির (জেএসএস) সাথে যোগাযোগ করা হলে কারও বক্তব্য পাওয়া যায়নি।

গুলি জেএসএস কর্মী টপ নিউজ রাঙ্গামাটি হত্যা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর