Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর ভ্যাটিকান সফর দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে’


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৪:৩৮

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ ফেব্রুয়ারি ভ্যাটিকানে সরকারি সফর করবেন এবং পোপ ফ্রান্সিস এর সঙ্গে সাক্ষাৎ করবেন।

প্রধানমন্ত্রীর ভ্যাটিকান সফরের ফলে খ্রিষ্টান দেশগুলোতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হবে। পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গণমাধ্যমকর্মীদের এই তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ ফেব্রুয়ারি ভ্যাটিকানে সরকারি সফর করবেন এবং সেখানে পোপ ফ্রান্সিস এর সঙ্গে সাক্ষাৎ করবেন। পোপের বাংলাদেশ সফরের পর প্রধানমন্ত্রীর ভ্যাটিকান সফর দুদেশের মধ্যে বিদ্যমান সম্পর্ককে আরও দৃঢ়তর করবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর ভ্যাটিকান সফরের ফলে খ্রিষ্টান দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে এবং সেসব দেশে বসবাসরত বাংলাদেশীদের জন্য আরও অনুকূল পরিবেশ তৈরি হবে। ফলে সার্বিক বিবেচনায় প্রধানমন্ত্রীর আসন্ন এ সফরটি অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আশা করছি।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, সফরে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী আগামীকাল ইতালির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। সফর শেষে আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় ফিরে আসবেন।

উল্লেখ্য, পোপ ফ্রান্সিস গত ৩১ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশ সফর করেন।

সারাবাংলা/জেআইএল/এমআই

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর