Tuesday 22 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোদির জন্য দিল্লীর অনুরোধ রাখলো না পাকিস্তান


১৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:২৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যুক্তরাষ্ট্রে যেতে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ইসলামাবাদকে অনুরোধ করেছিলো দিল্লী। তবে পাকিস্তান সে অনুরোধ রাখলো না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পাকিস্তানের আকাশ ব্যবহার করে ভ্রমণ করতে দেবে না বলে জানিয়েছে পাকিস্তান।

আগামী ২১ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি জাতিসংঘের ৭৪তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র ভ্রমণ করবেন। আর সে যাত্রায় পাকিস্তানের আকাশপথ ব্যবহার করতে চেয়ে ইসলাবাদকে অনুরোধ জানায় দিল্লী। পাকিস্তানের আকাশপথ ব্যবহার করলে অন্তত ৪৫ মিনিট কম সময় লাগে ভ্রমণে।

বিজ্ঞাপন

এর আগে গত ৯ সেপ্টেম্বর ভারতের রাষ্ট্রপতি আইসল্যান্ড সফরের জন্য পাকিস্তানের আকাশপথ ব্যবহারের অনুরোধ জানিয়েছিলো দিল্লী। সে অনুরোধও প্রত্যাখ্যান করে ইসলামাদ।

গত ফেব্রুয়ারীতে জঈশ ই মোহাম্মদের সন্ত্রাসী ক্যাম্পে ভারতের অভিযানের পর ভারতকে তাদের আকাশ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান।

টপ নিউজ নরেন্দ্র মোদি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর