Wednesday 09 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভারতীয় দূতাবাসের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহে আটক ১৮


১৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ভারতীয় সহকারী হাই কমিশন কার্যালয়ের সামনে থেকে রোহিঙ্গা সন্দেহে ১৮ জনকে আটক করেছে নগর গোয়েন্দা ‍পুলিশ (ডিবি)। এর মধ্যে ১৭ জনের কাছে ১৭টি পাসপোর্ট পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নগরীর খুলশী থানার জাকির হোসেন সড়কে ভারতের সহকারী হাই কমিশন অফিসের সামনে থেকে তাদের আটক করা হয়।

নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মির্জা সায়েম মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘ভারতীয় হাই কমিশন অফিসের সামনে কয়েকজন রোহিঙ্গা নাগরিক পাসপোর্ট নিয়ে জড়ো হয়েছেন বলে খবর পেয়ে আমরা গিয়েছিলাম। সেখান থেকে ১৮ জনকে আটকের পর ১৭ জনের কাছে একটি করে পাসপোর্ট পাওয়া গেছে। তবে তারা রোহিঙ্গা কি না সেটি যাচাই-বাছাই করে দেখতে হবে।’

বিজ্ঞাপন

নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (উত্তর) মুহাম্মদ রুহুল আমীন সারাবাংলাকে বলেন, ‘পাসপোর্টগুলো সঠিক আছে। তাদের এনআইডি পাওয়া গেছে। এনআইডিগুলো সঠিক কি না সেটা তদন্তের জন্য নির্বাচন অফিসে টিম পাঠানো হয়েছে। তবে তারা বাংলায় কথা বলতে পারে। সবমিলিয়ে যাচাই-বাছাইয়ের আগে বলা যাবে না, তারা রোহিঙ্গা কি না।’

আটক ১৮ জনের সবাই বিভিন্ন বয়সী পুরুষ বলে জানিয়েছেন এই গোয়েন্দা কর্মকর্তা।

ভারতীয় হাই কমিশন রোহিঙ্গা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর