১ ডিসেম্বর থেকে গাড়ি থামিয়ে চলবে চালকদের ডোপ টেস্ট
১৮ সেপ্টেম্বর ২০১৯ ২১:৪৭
ঢাকা: সড়কে দুর্ঘটনা কমানো ও শৃঙ্খলা আনতে ১ ডিসেম্বর থেকে গাড়ি চালকদের ডোপ টেস্ট শুরু হচ্ছে। এ পরীক্ষার মাধ্যমে গাড়িচালকেরা মাদকাসক্ত কি না তা পরীক্ষা করা হবে।
পরীক্ষায় কোনো চালক মাদকে আসক্ত শনাক্ত হলে তাকে সরাসরি কারাগারে পাঠানো হবে।
বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সড়ক পরিবহন মালিক-শ্রমিকদের যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়। পরে বিষয়টি গণমাধ্যমে তুলে ধরেন ঢাকা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক খন্দকার এনায়েত উল্লাহ।
গাড়িচালকদের ডোপ টেস্টের ব্যপারে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ এর কর্মকর্তাদের সঙ্গে তার আলোচনা হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে দেশের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে। সেখানে ভ্রাম্যমাণ টয়লেট থাকবে। টয়লেটে নিয়ে চালকদের মূত্র পরীক্ষা করা হবে। মালিক সমিতিগুলোকে এখনই সতর্ক হতে বলা হয়েছে গতকালের যৌথ সভা থেকে।