Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাইবেরিয়ার আবাসিক স্কুলে আগুন, ২৬ শিক্ষক-শিক্ষার্থীর মৃত্যু


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৩:২১

লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়ার শহরতলীতে একটি আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অন্তত ২৪ শিক্ষার্থী ও ২ শিক্ষক দগ্ধ হয়ে মারা গেছে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডে নিহত শিক্ষার্থীদের বয়স ১০ বছরের মতো।

বুধবার (১৮ আগস্ট) সংবাদমাধ্যম সিএনএনের খবরে একথা বলা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিক্ষার্থীরা মসজিদ সংলগ্ন একটি ভবনে ঘুমচ্ছিল। রাত ১১টার দিকে আগুন লাগে বলে ধারণা করা হচ্ছে। জরুরি বহির্গমন দরজা না থাকায় শিক্ষার্থীরা ভবন থেকে বেরুতে পারেনি। হাসপাতালে এখনো অনেকে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা গুরুতর।

লাইবেরিয়ার প্রেসিডেন্ট জর্জ ওয়েহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, আমি এই ভয়াবহ সংবাদ শুনে ছুটে গিয়েছি। রাষ্ট্রের একজন নাগরিক মারা গেলেও সেটা দুঃখজনক। এখানে ২৮ জনেরও বেশি। যারা অধিকতর ভালো ভবিষ্যতের জন্য উচ্চাকাঙ্ক্ষী ছিল।

অগ্নিকাণ্ড টপ নিউজ লাইবেরিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর