Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি নেতা দুদুর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশ


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১২ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর বিরুদ্ধে চট্টগ্রামের আদালতে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনপূর্বক থানায় নিয়মিত মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জয়ন্তী রাণী রায়ের আদালতে মামলার আবেদন দাখিল করা হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরুল আলম এই আবেদন করেন।

বাদীর আইনজীবী অতিরিক্ত মহানগর পিপি নিখিল কুমার নাথ সারাবাংলাকে বলেন, ‘রাষ্ট্রদ্রোহের অভিযোগে দণ্ডবিধির ১২৪ (ক) ধারায় এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দণ্ডবিধির ৫০৬ (২) ধারায় মামলার আবেদন করা হয়েছে। আদালত আবেদন গ্রহণ করে রাঙ্গুনিয়া থানার ওসিকে রাষ্ট্রদ্রোহ মামলা রুজুর জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন নিতে বলেছেন। এরপর নিয়মিত মামলা রুজুর নির্দেশ দিয়েছেন।’

বিজ্ঞাপন

মামলার আরজিতে বলা হয়েছে, গত ১৬ সেপ্টেম্বর ডিবিসি টেলিভিশনের ‘রাজকাহন’ অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু উত্তেজিত হয়ে বলেন, ‘শেখ মুজিব যেভাবে বিদায় হয়েছেন, শেখ হাসিনাও সেভাবে বিদায় হবেন।’ এই বক্তব্য রাঙ্গুনিয়া পৌরসভা সদরে সংগঠনের কার্যালয়ে বসে ছাত্রলীগ সভাপতি নুরুল আলম শুনেছেন বলে আরজিতে উল্লেখ করা হয়েছে।

আইনজীবী নিখিল কুমার নাথ বলেন, ‘আমরা মনে করি, শামসুজ্জামান দুদুর এই বক্তব্যের মাধ্যমে পরিস্কার হয়েছে, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চক্রান্ত করছেন। দুদু সেটা উত্তেজনাবশত প্রকাশ করে দিয়েছেন। আদালতের কাছে আরজি জানিয়েছি, দুদুর বিরুদ্ধে মামলা রুজু করে তাকে গ্রেফতারের পর রিমান্ডে নিয়ে যেন এই ভয়াবহ চক্রান্ত উদঘাটন করা হয়।’

বিএনপি নেতা শামসুজ্জামান দুদু হত্যার হুমকি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর