Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গু: প্রাদুর্ভাব বাড়ার পর সবচেয়ে কম রোগী ভর্তি আজ


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৪

ঢাকা: ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৪৯১ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এ বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ার পর জুলাই থেকে এ পর্যন্ত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার সর্বনিম্ম সংখ্যা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার সারাবাংলাকে বলেন, ‘২২ জুলাই ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল ৫৪২ জন। এরপরে এই সংখ্যা ঊর্ধ্বমুখী থাকে। তবে ১৯ সেপ্টেম্বর ৪৯১ জন রোগী ভর্তি হওয়া জুলাই মাসের পরে সবচাইতে কম।’

বিজ্ঞাপন

ঢাকার বাইরের রোগী সংখ্যা কমে আসলে এই সংখ্যা আরও কমে যাবে বলে আশা করছেন ডা. আয়শা আক্তার।

এই ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরীর বিভিন্ন হাসপাতালে ১৫৯ জন ও ঢাকার বাইরে ৩৩২ জন নতুন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৯০৩ জন রোগী। ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ৩২৩ জন।

স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য থেকে জানা যায়, এ বছর এখন পর্যন্ত ৮৩ হাজার ৪৮১ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়ে। এদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছে ৮১ হাজার ৫২ জন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন দুই হাজার ২২৬ জন রোগী।

চলতি বছরে এখন পর্যন্ত সম্ভাব্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২০৩ জনের মৃত্যুর খবর পেয়েছে স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)। এর মধ্যে ডেঙ্গুতে মৃত্যু পর্যালোচনা কমিটি ১১৬টি মৃত্যু পর্যালোচনা করেছে। তার মধ্যে ৬৮ জনের ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর খবর নিশ্চিত করা গেছে।

বিজ্ঞাপন

গত ২৪ ঘণ্টায় ঢাকা শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ৩৫ জন, এসএমসি ও মিটফোর্ড হাসপাতালে ২৩ জন, ঢাকা শিশু হাসপাতালে ৯ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন ভর্তি হয়েছে।

এছাড়াও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ১০ জন, রাজারবাগ পুলিশ হাসপাতালে ২ জন, মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ১০ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১২ জন রোগী ভর্তি হয়েছে।

অন্যদিকে, ঢাকা শহরের বিভিন্ন বেসরকারি হাসপাতালে নতুনভাবে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৩৩ জন রোগী।

পাশাপাশি ঢাকা বিভাগের জেলা শহরগুলোতে ৭৩ জন, চট্টগ্রাম বিভাগে ৪৫ জন ও খুলনা বিভাগে ১৩৪ জন, রংপুর বিভাগে ১৬ জন, রাজশাহী বিভাগে ১৭ জন, বরিশাল বিভাগে ৪৩ জন, সিলেট বিভাগে ২ জন, ময়মনসিংহ বিভাগে ২ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

ডেঙ্গু রোগী হাসপাতাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর