১৬৫৫৫ কলসেন্টারে অভিযোগ, রিচ বেবি’র খাতাপত্র জব্দ
১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৪৩
ঢাকা: মিরপুরের রিচ বেবি’ নামের একটি দোকানে অভিযান চালিয়ে খাতাপত্র জব্দ করেছে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট। ভুয়া ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করার অভিযোগ আসে ভ্যাট অনলাইনের ১৬৫৫৫ কলসেন্টারে। এরই সূত্র ধরে রিচ বেবি’তে অভিযান চালায় ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেট।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সারাবাংলাকে এসব তথ্য জানিয়েছেন ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. মইনুল খান।
তিনি জানান, ভুয়া রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে ক্রেতার কাছ থেকে ভ্যাট আদায় করছে মর্মে ভ্যাট অনলাইনের ১৬৫৫৫ কলসেন্টারে একটি অভিযোগ আসে। অভিযোগের পরিপ্রেক্ষিতে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের একটি দল মিরপুর নিউমার্কেটে ‘রিচ বেবি’ নামক একটি দোকানে অভিযান পরিচালনা করলে অভিযোগের সত্যতা পাওয়া যায়। ভ্যাটের এনফোর্সমেন্ট দল অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য প্রথমে ওই দোকান থেকে একটি পণ্য কেনে। এরপরেই দোকানের সরবরাহকৃত চালানে দেখা যায়, মূসক এ যে রেজিস্ট্রেশন নম্বরটি ব্যবহার করা হয়েছে তা ভুয়া। আর চালানে উল্লিখিত রেজিস্ট্রেশন নম্বরটি মূলত ভ্যাট জমার কোড।
মইনুল খান আরও জানান, নতুন আইনে ভ্যাট রেজিস্ট্রেশন নম্বর ১৩ ডিজিটের এবং ভ্যাট জমার কোডও ১৩ ডিজিটের হওয়ায় প্রতিষ্ঠানটি ভুয়া চালান ব্যবহার করে প্রতারণার আশ্রয় নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে দোকান কর্তৃপক্ষ জানান, তারা এখনও ভ্যাট রেজিস্ট্রেশন নেননি। জব্দকৃত তথ্যে দেখা যায়, কম্পিউটারে রক্ষিত ইনভয়েসের সিরিয়াল নম্বরে গরমিল রয়েছে। কলসেন্টারে আসা প্রাপ্ত অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় পরবর্তীতে দোকানের কম্পিউটারে রক্ষিত হিসাবপত্র জব্দ করা হয়। দোকান থেকে প্রাপ্ত দলিল থেকে ফাঁকি দেওয়া ভ্যাট নির্নয় প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, অভিযোগ দায়েরকারীর নাম মহিউদ্দিন মুইদ। তিনি ‘ভ্যাট চেকার’ এ্যাপস ব্যবহার করে প্রতিষ্ঠানের একটা চালান সাথে যুক্ত করে ঢাকা পশ্চিম ভ্যাট কমিশনারেটের নিকট প্রেরণ করেন। চালানে দেখা যায় ‘রিচ বেবি’ ক্রেতার কাছ থেকে ১৫০ টাকার পণ্য কিনেছেন। কিন্তু দোকানের কর্তৃপক্ষ আলাদাভাব ৭.৫% হারে ভ্যাট আরোপ করে মোট মূল্য রেখেছেন ১৬১ টাকা। এক্ষেত্রে ক্রেতার ১১ টাকা ভ্যাট দিতে হয়েছে। তবে প্রতিষ্ঠানটি ভ্যাটে নিবন্ধনভূক্ত না হওয়ায় ক্রেতাদের নিকট থেকে আদায় করা এই ভ্যাট নিজে আত্মসাত করেছেন মর্মে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে। নতুন ভ্যাট আইন অনুযায়ি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলাসহ পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে।
১৬৫৫৫ কলসেন্টারে অভিযোগ ভুয়া মিরপুর রিচ বেবি’র খাতপত্র জব্দ রেজিস্ট্রেসন নম্বর