Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবুজাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে: কৃষিমন্ত্রী


১৯ সেপ্টেম্বর ২০১৯ ১৮:১৯

ঢাকা: উৎপাদন বাড়িয়ে লেবুজাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে বলে মন্তব্য করছেনে কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ভিটামিন সি খাদ্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান, প্রতিদিনই যার প্রয়োজন। তাই উৎপাদন বাড়িয়ে লেবু জাতীয় ফসলের আমদানি নির্ভরতা কমাতে হবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর খামাড়বাড়ির আ ক মু গিয়াস উদ্দিন মিল্কী অডিটরিয়ামে ‘লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি’ প্রকল্পের এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

কৃষিমন্ত্রী বলেন, ‘সিলেটের আগের সেই স্মৃতিময় সুস্বাদু কমলা ফিরিয়ে আনতে হবে। সিলেটে নতুন করে কমলার বাগান করতে হবে। এ কমলা ফিরিয়ে আনার জন্য বাগান তৈরির উদ্যোগ নিলে সরকার প্রযুক্তিগত সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে। দেশে লেবু জাতীয় ফসলের উৎপাদন চহিদার চেয়ে অনেক কম, আমদানি নির্ভর। প্রতিবছর বিপুল পরিমান কমলা, মাল্টা আমদানি করতে হয়। দেশে আমদানিকৃত এসব কমলা নিম্নমানের।’

তিনি আরও বলেন, ‘লেবুজাতীয় ফলের মধ্যে দেশে মাল্টা, কমলা ও বাতাবি লেবুর চাষের প্রচুর সম্ভাবনাও রয়েছে। বৃষ্টিবহুল ও উঁচু পাহাড়ি অঞ্চলে এ ফল ভালো হয়। লেবুজাতীয় ফলের চাষকে চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।’

এসময় কৃষি সচিব মো. নাসিরুজ্জামান বলেন, ‘প্রকল্পের কার্যকারিতা সম্পর্কে বাস্তবায়নকারী ও উপকারভোগীদেরও সম্পৃক্ত করতে হবে। বছরে ১৭০০ কোটি টাকার কমলা ও মাল্টা আমদানি করতে হয়, আর রফতানি মাত্র ১০ কোটি টাকা। আমদানি নির্ভরতা কমাতে না পারলে এ প্রকল্পের কোনো গ্রহণযোগ্যতা থাকেব না। আগামীতে মাল্টা যেন আমদানি না করতে এর জন্য উৎপাদন বৃদ্ধি করতে হবে। বারি মাল্টা-১ খুবই ভালো। আমাদের কমলা ও মাল্টাতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে হবে এবং রফতানিযোগ্যতা অর্জন করতে হবে। এই লক্ষ্য নিয়ে সবাইকে কাজ করতে হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, লেবু জাতীয় ফসলের সম্প্রসারণ, ব্যবস্থাপনা ও উৎপাদন বৃদ্ধি প্রকল্প শীর্ষক প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ১২৬ কোটি ৪৩ লাখ ৫০ হাজার টাকা। এর পুরোটাই সরকারি অর্থায়নে। প্রকল্পের মেয়াদকাল ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত। প্রকল্পটি বাস্তবায়ন করছে কৃষি সম্পপ্রসারণ অধিদফতর (ডিএই)। লেবুজাতীয় ফসলের সম্প্রসারণ ও উৎপাদন বাড়াতে দেশের সাতটি বিভাগের ৩০টি জেলার ১২৩টি উপজেলায় এই প্রকল্প বাস্তবায়ন করা হবে।

কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক ড. মো. আবদুল মুঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- প্রকল্প পরিচালক ফারুখ আহমেদ ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সাবেক মহাপরিচালক কৃষিবিদ মো. হামিদুর রহমান।

কমলা কৃষিমন্ত্রী মাল্টা লেবু লেবুজাতীয় ফসল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর