Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রথম ট্রাম্প, দ্বিতীয় মোদি


৭ ডিসেম্বর ২০১৭ ১০:১৯

সারাবাংলা ডেস্ক

এ বছর টুইটারে সবচেয়ে বেশি আলোচিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি। এক জরিপে টুইটার এ কথা জানিয়েছে। আলোচনায় শীর্ষে রয়েছেন ট্রাম্প এরপরই মোদির অবস্থান।

টুইটারের তথ্য অনুসারে- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভক্ত সংখ্যা ৪৪.১ মিলিয়ন। নরেন্দ্র মোদির ৩৭.৫ মিলিয়ন।  বিশ্বের রাজনৈতিক নেতা হিসেবে ২০১৭ সালে সবচেয়ে বেশি ডোনাল্ড ট্রাম্প শব্দ ব্যবহার করা হয়েছে কিংবা ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে আলোচনা হয়েছে। এরপরের তালিকায় রয়েছে নরেন্দ্র মোদি।

প্রতিবছর সর্বোচ্চ আলোচিত ১০ জন রাজনীতিবিদের নাম প্রকাশ করে টুইটার। তালিকায় থাকা অন্যরা হলেন-ভেনেজুয়েলার নিকোলাস মাদুরো, তুরস্কের রেসেপ এরদোগান, ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রন, মেক্সিকোর এনরিকে পেনা নিয়েটো, আর্জেন্টিনার মোউরিসিপ ম্যাক্রি, ব্রিটেনের থেরেসা মে, কলোম্বিয়ার জুয়ান ম্যানুয়েল স্যন্টোস এবং ইন্দোনেশিয়ার অ্যাকুন রেসমি জোকো।

 

সারাবাংলা/এমএইচটি/একে

ট্যুইটে ট্রাম্প-মোদি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর