রাজধানীর মনোয়ারা হাসপাতাল থেকে মুক্তিযোদ্ধার মৃতদেহ উদ্ধার
২০ সেপ্টেম্বর ২০১৯ ০১:৩২
ঢাকা: রাজধানীর মগবাজারের মনোয়ারা হাসপাতাল থেকে মুক্তিযোদ্ধা মশিউর রহমান (৭৩) এর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে তার মৃতদেহ উদ্ধার করে রমনা থানা পুলিশ। পরে ময়না তদন্তের জন্য রাতে লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম সারাবাংলাকে জানান, খবর পেয়ে বিকেলে ওই হাসপাতাল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের সূত্রে জানতে পেরেছি, তিনি সরকারের যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। ২০০৪ সালে তিনি অবসরে যান। বসবাস করতেন রমনা সিদ্ধেশ্বরী লেনের এ/৬১৮ নম্বর বাসার ৫ তলায়।
প্রাথমিকভাবে জানা গেছে , মশিউর রহমান মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
মুক্তিযোদ্ধা মশিউর রহমানের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার রাজাপুর গ্রামে।
ঢামেক মর্গ পুলিশ মগবাজার মনোয়ারা হাসপাতাল মুক্তিযোদ্ধা মৃতদেহ রমনা থানা