বিজিবি-বিএসএফ নৌকাবাইচে চ্যাম্পিয়ন বাংলাদেশ
২০ সেপ্টেম্বর ২০১৯ ১১:৪৮
ময়মনসিংহ: ব্রহ্মপুত্র নদে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টর আয়োজন করেছে নৌকাবাইচ প্রতিযোগিতা। ভারতের সীমান্তরক্ষী বিএসএফ ছাড়াও নৌকাবাইচে অংশ নিয়েছে ময়মনসিংহ জেলার ১০টি নৌকা। প্রীতি এই নৌকাবাইচ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ বিজিবি দল। বাইচ শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহ শহরতলীর খাগডহর এলাকা হতে এই নৌকাবাইচ শুরু হয়ে প্রায় দুই কিলোমিটার অতিক্রম করে শিল্পাচার্য জয়নুল উদ্যানে এসে শেষ হয়।
এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ সরাইল রিজিওনের প্রধান বিগ্রেডিয়ার জেনারেল জাকির হোসেন, ৩৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল শহীদুর রহমান, বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল আনিসুর রহমান, জেলা প্রশাসক মিজানুর রহমান, পুলিশ সুপার শাহ্ আবিদ হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান ও বিএসএফ এর ওয়াটার স্পোর্টস কোচ সঞ্জয় বেঞ্জোয়াল উপস্থিত ছিলেন।
নৌকাবাইচ দেখতে কয়েক হাজার দর্শনার্থী নদীর দুই তীরে ভিড় করেন। দুটি দেশের সম্প্রীতির বন্ধন বজায় রাখতে এধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে মতপ্রকাশ করেন তারা। নৌকাবাইচের মধ্যদিয়ে দুই দেশের মানুষের সৌহার্দ্য আরও বৃদ্ধি পাবে পাশাপাশি দুটি দেশের ভাতৃত্ববোধ সমুন্নত রাখতে এধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে মনে করেন বাহিনী দুটির শীর্ষ কর্মকর্তারা।