Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রোহিঙ্গা ক্যাম্পে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:০৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

কক্সবাজার: মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে ‍আসা রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন।

শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান তিনি।

বরিস জনসন কুতুপালং ক্যাম্প সংলগ্ন ঘুমধুমের ট্রানজিট ক্যাম্প পরিদর্শন করেন। তিনি রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। রোহিঙ্গারা তার কাছে মিয়ানমারে সংঘটিত নির্যাতন-নিপীড়নের বর্ণনা তুলে ধরেন। পরে  ব্রিটিশমন্ত্রী উখিয়ার বালুখালী ক্যাম্পের ইউএনএইচসিআর ও আইওএমসহ বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।

এসময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লাকসহ বিভিন্ন দাতা সংস্থার কর্মকর্তা ও দু’দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

এর আগে বরিস জনসন বেলা সোয়া ১২টায় ঢাকা থেকে বিমানে করে কক্সবাজার পৌঁছান। রোহিঙ্গা ক্যাম্পগুলো পরিদর্শন শেষে বিকেলে তিনি ঢাকায় ফিরবেন।

সারাবাংলা/এমএইচ/টিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর