Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশ ছেড়ে পালালেন পাকিস্তানের মানবাধিকার কর্মী


২০ সেপ্টেম্বর ২০১৯ ১৫:৪৩

যুক্তরাষ্ট্রে পালিয়েছেন পাকিস্তানের অন্যতম মানবাধিকার কর্মী গুলালি ইসমাইল (৩৩)। প্রাণহানির আশঙ্কায় বেশ কয়েক মাস আত্মগোপনের পর এই সংবাদ এল। রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। খবর বিবিসির।

গুলালি বলেন, শেষ কিছু মাস ছিল ভয়ংকর। আমাকে ভয় দেখান হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে। বেঁচে থাকতে পেরে আমি সৌভাগ্যবান।

গুলালি এখন নিউ ইয়র্কে তার বোনের সঙ্গে আছেন। তিনি রাজনৈতিক আশ্রয় চেয়েছেন। তিনি প্রথমে শ্রীলংকা যান। সেখান থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছান।

পাকিস্তানে নারীর প্রতি বৈষম্যের বিরুদ্ধে বেশ সোচ্চার ছিলেন এই মানবাধিকার কর্মী। তবে উটগ্রবাদিরা তার বিরুদ্ধে উত্তেজনা উসকে দেওয়ার অভিযোগ করেছে।

গুলালি তার কাজের জন্য বেশ কিছু অ্যাওয়ার্ড পেয়েছেন।

গুলালি ইসমাইল দেশত্যাগ পাকিস্তান মানবাধিকার কর্মী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর