Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আইফোনের জন্য ভিড় নেই চীনে!


২০ সেপ্টেম্বর ২০১৯ ১৭:২৬

স্মার্টফোনের সবচেয়ে বড় বাজার বলা হয় চীনকে। বিশেষ করে মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের পণ্য আইফোনের প্রতি বিশেষ ঝোঁক দেখা যায় চীনা ভোক্তাদের মধ্যে। তবে এবার আইফোন-১১ কিনতে খুব একটা ভিড় দেখা যাচ্ছে না চীনে অ্যাপলের স্টোরগুলোতে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, সাংহাই ও বেইজিংয়ের স্টোরগুলোতে শুক্রবার (২০ সেপ্টেম্বর) কয়েক ডজন ক্রেতার দেখা মিলেছে। এদিন অ্যাপল তাদের সবশেষ পণ্যটি বাজারে ছেড়েছে। তবে আগের বছরগুলোতে বিক্রি শুরুর প্রথম দিনে আইফোনের জন্য বিশাল লাইন লেগে থাকত এসব স্টোরের সামনে। অ্যাপলের দোকানগুলো খুলার অপেক্ষায় রাতভর অপেক্ষা করতেন ক্রেতারা। তবে এবারের চিত্র এখন পর্যন্ত বিপরীত।

তাহলে আইফোনের ক্রেতা কি কমে গেলো? ই-কমার্স ব্যবসায়ীদের দাবী, আসলে আইফোনের ক্রেতারা এবার পণ্যগুলো কিনছেন অনলাইন থেকে। চীনের ই-কমার্স সাইট জেডি ডট কম জানিয়েছে আইফোন-১১ এর অর্ডার এখন পর্যন্ত গত বছরের আইফোন এক্সআর এর তুলনায় ৪৮০ গুণ বেশি পেয়েছে তারা।

তবে খাত সংশ্লিষ্ট অনেকেরই ধারণা, চীনা প্রতিষ্ঠান হুয়াওয়ের উত্থানের কারণে দেশটিতে আইফোনের বাজার কিছুটা ধাক্কা খেতে যাচ্ছে।

সম্প্রতি চীন-মার্কিন বাণিজ্য যুদ্ধে যুক্তরাষ্ট্র হুয়াওয়ের ওপর কড়াকড়ি আরোপ করে। মার্কিন প্রতিষ্ঠান গুগলের সফটওয়্যার ব্যবহার করার সুযোগ দেওয়া হয়নি হুয়াওয়েকে।

তবে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) জার্মানির মিউনিখে গুগলের সাহায্য ছাড়াই মেট সিরিজে মেট ৩০ ও মেট ৩০ প্রো মডেলের স্মার্টফোন বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। আগামী অক্টোবরেই বাজারে আসবে এ দুটি স্মার্টফোন। এর ফলেও আইফোন কেনা থেকে অনেক ক্রেতাই বিরত আছেন বলে ধারণা করা হচ্ছে।

আইফোন ১১ টপ নিউজ স্মার্টফোণ হুয়াওয়ে


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর