Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কারাবরণ ছাড়া প্রকৃত রাজ‌নীতিবিদ হওয়া যায় না: নাসিম


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:১২

স্টাফ ক‌রেসপ‌ন্ডেন্ট

বিএন‌পি‌কে উদ্দেশ ক‌রে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ব‌লেছেন, ‘উত্তেজনা সৃ‌ষ্টি ক‌রে লাভ নেই। কারাবরণ ছাড়া প্রকৃত রাজ‌নৈ‌তিক ব্য‌ক্তি হওয়া যায় না।’

শ‌নিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক জোটের আ‌য়োজ‌নে সুর‌ঞ্জিত সেনগু‌প্তের প্রথম প্রয়াণ দিবসের আলোচনা সভায় তি‌নি এ মন্তব্য ক‌রেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী ব‌লেন, বর্তমা‌নে বাংলা‌দে‌শে নির্বাচন এবং রা‌জ‌নৈ‌তিক কোনো সংকট নেই।‌ তাই নির্বাচন স‌ঠিক সময় অনু‌ষ্ঠিত হ‌বে। কাউ‌কে বাই‌রে রে‌খে আমরা নির্বাচন কর‌তে চাই না।

তিনি বলেন, ‘‌সাম‌নের নির্বাচ‌নে জনগণই রায় দি‌বে কোন দল স‌ঠিক, কোন দল স‌ঠিক না।’

নির্বাচন প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বিএনপির ক্ষমতায় থাকাকালে আমরা প্রধান বিরোধী দল হয়েও কয়েক যুগ ধরে বঙ্গবন্ধু হত্যা, ২১শে আগস্ট গ্রেনেড হামলা ও জেল হত্যার বিচার পাইনি।’

প্রয়াত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্তকে স্মরণ করে তিনি বলে, ‘আমরা অনেক সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত দাদার কাছ থেকে সংসদে বক্তিতা দেওয়া শিখেছি। তিনি এরশাদ ও খালেদা বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়ে ছিলেন।’

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃ‌তিক জোটের সাধারণ সম্পাদক সারাহ বেগম কবরী। এসময় উপ‌স্থিত ছি‌লেন ঢাকা মহানগ‌র আওয়ামী লী‌গের সাধারণ সম্পাদক শা‌হে আলম মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক দি‌লীপ রায় ও অন্যান্যরা।

সারাবাংলা/এমএমএইচ/এনএস

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর