জি কে শামীম যুবলীগের কেউ নয়: ওমর ফারুক
২০ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৫
ঢাকা: যুবলীগ নেতা পরিচয় দিয়ে ঠিকাদারি ব্যবসা চালিয়ে আসা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম সংগঠনের কোনো পর্যায়ে নেই বলে জানিয়েছেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) এফডিআর, বিপুল পরিমাণ নগদ অর্থ, অস্ত্র ও মাদকসহ শামীম র্যাবের হাতে গ্রেফতারের পর বিভিন্ন গণমাধ্যম তাকে যুবলীগ নেতা হিসেবে প্রচার করে। এ পরিপ্রেক্ষিতে ওমর ফারুক চৌধুরী সারাবাংলাকে এ তথ্য জানান।
আরও পড়ুন: শামীমের অফিসেই ১৬৫ কোটি টাকার এফডিআর!
সারাবাংলাকে তিনি বলেন, ‘জি কে শামীম যুবলীগের কোনো পদে নেই। তিনি নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতা বলে শুনেছি।’
যুবলীগের বিভিন্ন সূত্রে জানা গেছে, জি কে শামীম নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি। এর আগে গত বিএনপি সরকারের আমলে শামীম বিএনপির সহযোগী সংগঠন যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ছিলেন।
যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু সারাবাংলাকে বলেন, ‘যুবলীগে জিকে শামীমের কোনো পদ নেই। সে নিজেই নিজেকে কেন্দ্রীয় যুবলীগের সমবায়-বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকেন। এ নিয়ে কেন্দ্রীয় যুবলীগে কয়েকবার আলোচনাও হয়েছে।’
আরও পড়ুন: সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শামীমকে গ্রেফতার: র্যাব
যুবলীগ সূত্রে জানা গেছে, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সমবায়-বিষয়ক সম্পাদক হিসেবে পরিচয় দেন জি কে শামীম। ওই পদে এর আগে ছিলেন এসএম মেজবাহ হোসেন বুরুজ। ২০১৫ সালের ১৯ ডিসেম্বর তিনি মারা যান।