Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় চাঁদাবাজির মামলায় যুবলীগের দুই নেতা আটক


২১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৩৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়া: চাঁদা দাবির অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের দুই নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত দশ’টার ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু ও পৌর যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান সুজন।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, শাহীন জোয়াদ্দার নামের এক ব্যাবসায়ী মিজানুর রহমান মিজু এবং আশরাফুজ্জামান সুজনসহ ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো কয়েকজনের নামে ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় চাঁদাবাজির মামলা করেন। সে মামলায় এ দুজনকে গ্রেফতার করা হয়েছে। আর বাকিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

এদিকে, ইসলামী বিশ্ববিদ্যালয়ে টেন্ডারবাজি, বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের মধ্যে বিভেদ সৃষ্টি ও ক্যম্পাসকে অশান্ত করার অভিযোগ রয়েছে যুবলীগের এই দুই নেতার বিরুদ্ধে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর