Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাতিসংঘে রোহিঙ্গা সমস্যার সমাধান চাইবেন প্রধানমন্ত্রী


২১ সেপ্টেম্বর ২০১৯ ০৪:৫৬

মেহেরপুর: এবার জাতিসংঘের মাধ্যমে রোহিঙ্গা সমস্যার সমাধান চাইবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে মেহেরপুর সদর উপজেলার গোভিপুর স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক জনসভায় এ কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের আর্থসামাজিক নিরাপত্তায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের ৭৪তম অধিবেশনে রোহিঙ্গা সমস্যা নিয়ে জোরালো বক্তব্যের মাধ্যমের বিশ্ব সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা চাইবেন।

বুড়িপোতা ইউপি আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহ্ জামানের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুস সালাম বাবলু বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহিন ও মুজিবগনর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমাম হোসেন মিলু প্রমুখ।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জাতিসংঘ জাতিসংঘের ৭৪তম অধিবেশন রোহিঙ্গা সংকট নিরসন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর