জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সারাবিশ্বে প্রতিবাদ-সমাবেশ
২১ সেপ্টেম্বর ২০১৯ ০৯:৫৯
সপ্তাহব্যাপী জলবায়ু আন্দোলনের প্রথম দিনে বিশ্বের বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের (১৬) অনুপ্রেরণায় এই আন্দোলন চলছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) পরিবেশ আন্দোলন কর্মীরা জড়ো হোন সিডনি, দিল্লি, মেলবোর্ন, লন্ডন, নিউ ইয়র্কসহ বড় বড় সব শহরে। যাদের বেশিরভাগই ছিলেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় হওয়া অন্যতম বড় এই আন্দোলনে ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড।
কিরিবিতি, দ্য সলোমান আইল্যান্ডস ও ভানায়াতুর মতো প্যাসেফিক জাতিসত্তা যেগুলো সমুদ্রসীমা বৃদ্ধিতে হুমকির মুখে আছে, সেগুলোও এদিন আন্দোলন করেছে। সেসব অঞ্চলের নাগরিকরা স্লোগান তুলেন, আমরা ডুবছি না, যুদ্ধ করছি।
এছাড়া অস্ট্রেলিয়ায় প্রায় সাড়ে ৩ লাখ মানুষ আন্দোলনে সংহতি জানাতে জড়ো হয়েছিল। সমাবেশ হয়েছে নিউইয়র্ক, ঘানা, থাইল্যান্ডের বিভিন্ন শহরে। আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত এই আন্দোলন চলবে।
আগামী সপ্তাহে জাতিসংঘের সাধারণ অধিবেশনকে সামনে রেখে আন্দোলন আরও জোরদারের কথা ভাবছেন আয়োজকরা। গ্রেটা থুনবার্গ বলেন, আমাদের ঘর জ্বলছে। আমরা কেবল দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখতে পারি না।
গ্রেটা থুনবার্গই প্রথম ক্লাস পালিয়ে সুইডিশ পার্লামেন্টের বাইরে জড়ো হয়েছিলেন জলবায়ু পরিবর্তন বিষয়ে প্রতিবাদ করতে। পরবর্তীতে প্রতি শুক্রবার ক্লাস বয়কট করে জলবায়ু পরিবর্তন বিষয়ে কাজ করাটা আন্দোলনে পরিণত হয়। যা আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করে।