Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিউলে অনুষ্ঠিত হলো বিশ্ব শান্তি সম্মেলন


২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:২৮

শান্তি প্রতিষ্ঠা এবং যুদ্ধ বন্ধের বার্তা দিয়ে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিত হলো পঞ্চম বিশ্ব শান্তি সম্মেলন ও উৎসব। তবে এবার বাংলাদেশসহ বিশ্বের ১শ’ ৩৩ দেশের ১শ’ ৬৬টি শহরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় কাজ করা আন্তর্জাতিক সংগঠন- হ্যাভেনলি কালচার ওয়ার্ল্ড পিস রেস্টোরেশন অফ লাইট- এইচডাব্লিউপিএল আয়োজিত দু’দিনব্যাপী এই সম্মেলনের লক্ষ্য বিশ্বজুড়ে টেকসই শান্তি প্রতিষ্ঠা করা। এজন্য এইচডাব্লিউপিএল ঘোষিত শান্তির ১০দফা ঘোষণা- ডিপিসিডাব্লিউকে আন্তর্জাতিক আইন হিসেবে গ্রহণ করার আহ্বান জানানো হয় এই সম্মেলন থেকে।

বিজ্ঞাপন

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের সুঅন ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে আয়োজিত এবারের সম্মেলনে এইচডাব্লিউপিএল চেয়ারম্যান মান হি লী এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা রাজনৈতিক ও ধর্মীয় নেতাসহ বিশিষ্টজনেরা বক্তব্য রাখেন। টেকসই উন্নয়নের জন্য শান্তি প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরে তারা বলেন- শান্তির প্রতিষ্ঠায় আন্তর্জাতিক আইন করা জরুরি। ডিপিসিডাব্লিউকে আন্তর্জাতিক আইন হিসেবে গ্রহণ করতে জাতিসংঘের প্রতি আহবান জানান বক্তারা।

এছাড়া সাম্প্রদায়িক সম্প্রীতি এবং তরুণ সমাজের মধ্যে শান্তির সংস্কৃতি তৈরি করার ওপর জোর দেন তারা। ২০১৪ সাল থেকে সিউলে বিশ্ব শান্তি সম্মেলন করে আসছে এইচডাব্লিউপিএল।

এইচডাব্লিউপিএল দক্ষিন কোরিয়া শান্তি সম্মেলন সিউল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর