Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওয়াশিংটনে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিবাচক বাণিজ্য আলোচনা


২১ সেপ্টেম্বর ২০১৯ ১২:৩৫

চীনের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বি পাক্ষিক বাণিজ্য আলোচনা ইতিবাচকভাবে শেষ হয়েছে। বাণিজ্য ইস্যুতে প্রতিযোগিতায় থাকা এই দুই দেশের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয় ওয়াশিংটন ডিসিতে। ওই বৈঠকের ইতিবাচকতার ব্যাপারে শনিবার (২১ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় সংবাদ এজেন্সি সিনহুয়া নিউজ রয়টার্সকে নিশ্চিত করেছে।

দ্বি পাক্ষিক আলোচনায় বাণিজ্যিক ইস্যুতে দুই দেশের মধ্যে যোগাযোগ সচল রাখার ব্যাপারে ঐক্যমত এসেছে। এছাড়াও অক্টোবরে দ্বি পাক্ষিক বাণিজ্য আলোচনার পরবর্তী রাউন্ডের ব্যাপারে বিস্তারিত জানানো হয়েছে।

উল্লেখ করা যায় যে, ট্রেড ওয়ারের দুই শক্তিশালী প্রতিপক্ষ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন। সাম্প্রতিক বিশ্ব অর্থনীতি এই দুই দেশকে কেন্দ্র করে দুই মেরুতে ভাগ হয়ে যাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্কিত অমীমাংসিত ইস্যুগুলোর ইতিবাচক সমাধান আসলে বাণিজ্য খাতে একটি সুস্থ প্রতিযোগিতার পরিবেশ তৈরী হবে।

ইতিবাচক ওয়াশিংটন চীন বাণিজ্য আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর