রাতে অতিরিক্ত মদ্যপান, ভোরে পুকুরে ভাসল মৃতদেহ
২১ সেপ্টেম্বর ২০১৯ ১৩:১৬
বান্দরবান: বান্দরবানের আলীকদম আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের দফতরি মং মং মার্মার (৩৭) লাশ উদ্ধার করা হয়েছে পুকুর থেকে। তিনি সদর ইউনিয়নের মেম্বার উহ্লা মার্মার ছেলে। পরিবার জানিয়েছে, রাতে অতিরিক্ত মদ পান করে মং মং মার্মা বাড়ি থেকে বেরিয়েছিলেন। ভোরে পুকুরে তার লাশ মিলে।
শনিবার (২১সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সদর ইউনিয়নের সাবের মিয়া পাড়ার পুকুরে তার মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দেওয়া হলে লাশ উদ্ধার করা হয়।
আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রকিব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সংবাদ পেয়ে আমরা লাশ উদ্ধার করেছি। প্রাথমিক সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে পরিবার বলছে, শুক্রবার রাতে অতিরিক্ত মদ্যপান করে মং মং মারমা বাসা থেকে বের হয়ে যায়। এরপর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। শনিবার সকালে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।