Saturday 30 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে হামলা চালাবে না বলে জানাল হুতি বিদ্রোহীরা


২১ সেপ্টেম্বর ২০১৯ ১৪:২৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুতি সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের প্রধান মাহদি আল-মাসহাত জানিয়েছেন, সৌদি আরবে মিসাইল, ড্রোনসহ সব ধরনের হামলা বন্ধ রাখবে সংগঠনটি।

সৌদি আরবের কাছ থেকে একই ধরনের মনোভাব আশা করে আল-মাসহাত আরও বলেন, এভাবে যুদ্ধ চলতে থাকলে তা মারাত্মক পরিণতির কারণ হতে পারে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সংগঠনটির পক্ষ থেকে এই ঘোষণা দেওয়া হয় বলে জানিয়েছেন সংবাদমাধ্যম আল জাজিরা।

হুতি পরিচালিত আল মাসিরা টেলিভিশনে দেওয়া সাক্ষাতকারে এই হুতি নেতা আরও বলেন, সৌদি আরবের অভ্যন্তরে ড্রোন, ব্যালেস্টিক মিসাইল বা অন্যকোনো ধরনের হামলা থেকে আমরা বিরতি নিচ্ছি। আমরা একই ধরনের আচরণ সৌদি আরবের কাছ থেকে আশা করছি।

বিজ্ঞাপন

আল-মাসহাত বলেন, তারা (সৌদি ও মিত্ররা) ইতিবাচক আচরণ না দেখালে আমরা প্রতিক্রিয়া দেখানোর অধিকার রাখি। এই যুদ্ধ কোনো পক্ষকে সুবিধা দিবে না।

গত ১৪ সেপ্টেম্বর সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলা চালায় হুতি বিদ্রোহীরা। তবে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এই হামলার জন্য ইরানকে দায়ী করে আসছে। তবে ইরান তা অস্বীকার করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর