Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খালেদার কারাবরণ বিএনপির টার্নিং পয়েন্ট: মওদুদ


১০ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৫

ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাবরণকে বিএনপির রাজনীতির টার্নিং পয়েন্ট বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটরিয়ামে শনিবার দুপুরে এক সংবাদ  সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

পুরান ঢাকায় অবস্থিত কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়াকে কারাবন্দী রাখাকে তিনি নির্জন কারাবাস বলেও দাবি করে মওদুদ আহমদ। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে ডিভিশন না দিয়ে সাধারণ বন্দীদের মতো রাখা সাংবিধান, আইনের শাসন ও মানবাধিকার লঙ্ঘন।’

বিএনপিপন্থি আইনজীবীদের সংগঠন বাংলাদেশ আইনজীবী ফোরাম এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে আগামীকাল রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেশের প্রতিটি আইনজীবী সমিতিতে শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করা হয়।

তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়ার এই কারাবরণ মিথ্যা মামলার ওপর ভিত্তি করে। ভুয়া অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এটা হবে আমাদের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট। সরকারের এটা একটি পলিটিক্যাল ব্যালান্ডার।’

মওদুদ আহমেদ বলেন, ‘খালেদা জিয়ার মুক্তির জন্য আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। সরকার যে অপরাধ করেছে তার উত্তর আগামী নির্বাচনে দেশের মানুষ ব্যালটের মাধ্যমে দেবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ বলেন, ‘একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে চাই। বেগম খালেদা জিয়া দেশের বৃহত্তম দল বিএনপির চেয়ারপারসন। তিন বার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। আজকে দুঃখের সাথে বলতে হয়, আজকে যেখানে তাকে রাখা হয়েছে, এটাকে আমি বলতে চাই, এটা নির্জন কারাবাস।’

তিনি বলেন, ‘সেখানে কোনো স্বাভাবিক অবস্থা বিরাজ করছে না। সেখানে অন্যকোনো বন্দী সেখানে নাই। সেখানে জনমানুষ ওখানে নাই। একটা পরিত্যক্ত বাড়ি। সেটা এত নস্বর বাড়ি যে, সেখান থেকে কারাগার স্থানান্তর করা হয়েছে কেরানীগঞ্জে। আজকে সেখানে তাকে রাখা হয়েছে। আমাদের দেশে ফাঁসির আদেশপ্রাপ্ত ব্যক্তিকে নির্জন কারাবাসে মাঝে মাঝে রাখা হয়।’

বিজ্ঞাপন

মওদুদ বলেন, ‘আমরা এর তীব্র প্রতিবাদ জানায়। অবিলম্বে তাকে স্বাভাবিক জায়গায় রাখবেন। তাকে জনবিচ্ছিন্ন করার জন্য সরকার যে ব্যবস্থা করেছেন তা বর্জন করবেন। সুযোগ-সুবিধা যা পান তা প্রদান করবেন।’

তিনি বলেন, ‘আমরা যখন ক্ষমতায় ছিলাম একটি সংশোধনী এনেছিলাম, ১৮টি ক্যাটাগরির ব্যক্তিরা ডিভিশন পাবে। তাকে ডিভিশন না দেওয়া মানবাধিকার লঙ্ঘন, বাংলাদেশের সংবিধান ও আইনের পরিপন্থি হবে।’

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন, সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন, সানাউল্লাহ মিয়া, ব্যারিস্টার বদরুদোজা বাদল।

সারাবাংলা/এজেডকে/আইজেকে

বিজ্ঞাপন
সর্বশেষ

কানপুরে প্রথম দিনে বৃষ্টির দাপট
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৬:৩৫

সম্পর্কিত খবর