Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বঙ্গবন্ধুকন্যার হাতকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করবো’


২১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০১

কুমিল্লা: বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন কুমিল্লা মহানগর মহিলা আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি সাইফুন্নাহার মিতা শিকদার। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সারাবাংলাকে তিনি এসব কথা বলেন।

সাইফুন্নাহার মিতা বলেন, ‘প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে কাজ করে যাচ্ছেন। সমাজের পিছিয়ে থাকা নারীদের এগিয়ে নেওয়ার জন্য কাজ করছেন। আমরা কুমিল্লার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে অবহেলিত নারীদের এগিয়ে নিতে চাই। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানাই আমাদের ওপরে আস্থা রাখার জন্য।’

বিজ্ঞাপন

এর আগে গত ৫ সেপ্টেম্বর কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ৭৬ সদস্যের কুমিল্লা মহানগর মহিলা আওয়ালী লীগের কমিটি অনুমোদন করেন। তবে কমিটির বিষয়টি প্রকাশিত হয় (২১ সেপ্টেম্বর) শনিবার।

নতুন কমিটির সহসভাপতি হয়েছেন ডলি সামাদ, সেলিনা বেগম, ছালেহা বেগম, রোজি মজুমদার, খন্দকার পারভীন কালাম, সোনিয়া আক্তার ও হোসনে আরা বেগম।

এছাড়া সাধারণ সম্পাদক পদ পেয়েছেন আইরিন আহম্মেদ, যুগ্ম সম্পাদক তাহসিন বাহার সূচি, সাবিনা শিকদার, তিতলী সেনগুপ্তা, সাংগঠনিক সম্পাদক নুরজাহান আক্তার চামেলী, জান্নাতুল ফেরদৌস শান্তা, তাসমিয়া রহমান তানু, বিলকিছ আক্তার বাবলী, রাজিয়া সুলতানা বিথী, প্রচার ও প্রকাশনা সম্পাদক বিউটি আক্তার, দফতর সম্পাদক নাজমুন্নাহার পিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক প্রভাষক মাহমুদা হায়দার, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক ইতু আক্তার, কৃষি ও সমবায় সম্পাদক দিলরুবা আক্তার লাভলী, শ্রম বিষয়ক সম্পাদক ফাতেমাতুজ জোহরা, তথ্য ও গবেষণা আফসানা তাসমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মিনুয়ারা বেগম, কোষাধ্যক্ষ জিন্নাত শাকিলা ইয়াসমিন সুখী, মা ও শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. লায়লি আরা বেগম, ধর্ম বিষয়ক সম্পাদক কামরুন্নাহার পুতুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা নাহিদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দীপা সালাউদ্দিন, সদস্য- দিলরুবা আক্তার লাভলী, আফরোজা বেগম, শাসমুন্নাহার পুতুল, শিউলি রানী সরকার, সেলিনা আক্তার, ইমরোজা চৌধুরী বেবি, খালেদা আজমির নিশা, নাসরিন জাহান, হাসিনা বেগম, সুফিয়া আমিন, নাজনীন ফেরদৌসী, অ্যাডভোকেট তানজিদা পারভীন সুমা, রুপা আক্তার, তাহমিনা আক্তার, যোহরা আক্তার জোলি, তাসলিমা আক্তার সুমি, আয়েশা ইসলাম রুমা, শাহনাজ আক্তার, শারমীন শীলা, শিরিন আক্তার সুমা, দিলরুলা হাসান প্রাপ্তি, শিরিন রহমান, ইসরাত জাহার নিপা, বিলকিস খানম, ফারজানা রহমান, অ্যাডভোকেট হোছনে আফরোজা ফেরদৌস, বিলকিস আক্তার, অ্যাডভোকেট সোনিয়া রহমান, ফ্লোরা রহমান, শবনাম আহমেদ, আফসানা মিমি, সৌম্মাদ ভৌমিক, ইভা, আমেনা বেগম, সামমা বেগম, জিপসি আক্তার খুকী, রীতা রানী চন্দ, পূর্ণিমা পাল, রোকসানা মেহনাজ, শাহনা বেগম, বিউটি আক্তার ঝুমা, মো. শাহিনূর আক্তার, মরিয়ম আক্তার মুন্নি, রওশন আরা পলি ও নূরজাহার আক্তার।

বিজ্ঞাপন

আওয়ামী মহিলা লীগ আওয়ামী লীগ কুমিল্লা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর