যুবলীগের চেয়ারম্যান-সম্পাদকের পদত্যাগ দাবি মুক্তিযুদ্ধ মঞ্চের
২১ সেপ্টেম্বর ২০১৯ ১৬:১২
ঢাবি: রাষ্ট্রকে হুমকি দেওয়ার অপরাধে এবং সাংগঠনিক ব্যর্থতার দায়ভার নিয়ে যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের পদত্যাগের দাবি জানিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন- মুক্তিযুদ্ধ মঞ্চের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আ ক ম জামাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন- মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সাধারণ সম্পাদক আল মামুনসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
লিখিত বক্তব্যে বলা হয়, “খালেদ ভূইয়াকে গ্রেফতারের পর যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী গণমাধ্যমে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন, ‘যুবলীগের কেউ গ্রেফতার হলে আমরা বসে থাকবো না।’ তিনি এ ধরনের বক্তব্যের মাধ্যমে রাষ্ট্রকে হুমকি দিয়েছেন। যা দেশের নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকি।”
মঞ্চের আহ্বায়ক জামাল উদ্দিন বলেন, ‘সংগঠনের দায়িত্বশীল জায়গায় থেকে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছেন। মুক্তিযুদ্ধ মঞ্চ মনে করে, যুবলীগের শীর্ষ পদে থাকার নৈতিক যোগ্যতা হারিয়েছেন ওমর ফারুক চৌধুরী এবং হারুনুর রশীদ। তাই আপনারা দ্রুত পদত্যাগ করে যুবলীগের ভাবমূর্তি রক্ষা করুন।’
যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক হারুনর রশীদ বিতর্কিত নেতাদের এসব অপকর্মের দায়ভার এড়াতে পারে না মন্তব্য করে তিনি আরও বলেন, ‘ব্যর্থতার দায়ভার নিয়ে অবিলম্বে যুবলীগের দায়িত্ব থেকে পদত্যাগ করুন।’এসময় মুক্তিযুদ্ধ মঞ্চ যুবলীগের চেয়ারম্যান, সাধারণ সম্পাদক এবং দফতর সম্পাদকের সকল স্থাবর- অস্থাবর সম্পত্তির হিসাব জানতে চায় বলেও উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অঙ্গ সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের অফিসকে অবৈধভাবে দখল করে জুয়ার আসর বসিয়ে বিভিন্ন অপকর্মের মাধ্যমে দলীয় আদর্শ এব মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বেঈমানি করা হয়েছে বলে মন্তব্য করা হয়। সংবাদ সম্মেলন থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগও দাবি করা হয়।