Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্যারিসে ইয়েলো ভেস্ট আন্দোলন থেকে ৯০ জন আটক


২১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:০৮

ফ্রান্সে সরকার বিরোধী ইয়েলো ভেস্ট আন্দোলন থেকে  ৯০ জনকে আটক করেছে দেশটির পুলিশ। টানা  ৪৫ তম সপ্তাহান্তে শনিবার (২১ সেপ্টেম্বর) প্যারিসে ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা আবার রাস্তায় নেমেছিলেন। পরে পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষের জের ধরে পুলিশ আন্দোলনকারীদের আটক করে। খবর স্পুটনিক নিউজের।

এর আগের সপ্তাহান্তে নান্টেস এলাকায় ১৮০০ ইয়েলো ভেস্ট আন্দোলনকারী সরকার বিরোধী পদযাত্রায় অংশ নিয়েছিলেন। সে সময় আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে ৩ জন পুলিশ সদস্য আহত হয়েছিলেন। ৩৫ আন্দোলনকারীকে গ্রেফতার করেছিল পুলিশ।

বিজ্ঞাপন

উল্লেখ করা যায় যে, গত বছরের নভেম্বরে পরিকল্পিতভাবে জ্বালানি কর বাড়ানোর প্রতিবাদে এই ইয়েলো ভেস্ট আন্দোলন শুরু হয়েছিল। পরে আন্দোলনের মুখে ফ্রান্সের সরকার জ্বালানি কর বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসে। কিন্তু তারপর থেকে ফ্রান্সজুড়ে প্রতি সপ্তাহান্তেই ইয়েলো ভেস্ট আন্দোলনকারীরা রাস্তায় নামছেন। তারা সরকারের বিভিন্ন গণস্বার্থবিরোধী নীতির কঠোর সমালোচনা ও প্রতিবাদ অব্যাহত রেখেছেন।

আটক আন্দোলন ইয়েলো ভেস্ট টপ নিউজ প্যারিস ফ্রান্স

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর