Tuesday 08 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মানিকগঞ্জে নদীতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু


২১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫০

মানিকগঞ্জ: মানিকগঞ্জ পৌরসভার কান্দাপৌলী এলাকায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরের পর পৌর এলাকার কালীগঙ্গা নদীতে ডুবে তাদের মৃত্যু হয়।

এরা হলেন-কান্দাপৌলী এলাকার আব্দুর রহমানের ছেলে মাসুম (৩) ও আমিনুল ইসলাম বিল্টুর ছেলে আবু বক্কর ওরফে সিফাত (৪)। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই।

মানিকগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুর রাজ্জাক জানান, দুপুরে বাড়ির পাশের কালীগঙ্গা নদীর পাশে খেলতে যায় ওই দুই শিশু। খেলার কোনো একসময় তারা নদীর পানিতে ডুবে যায়।

এলাকার এক নারী গোসল করতে গিয়ে পানিতে মরদেহ ভাসতে দেখেন। এরপর স্থানীয় লোকজন উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ওই দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

নদীতে ডুবে শিশুর মৃত্যু মানিকগঞ্জ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর