চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
২১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৪
চীনে ছয় দিনের সরকারি সফর শেষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত দেশে ফিরেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চীন সফরকালে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান সে দেশের বিমান বাহিনী প্রধান জেনারেল উই ফেং ও পিএলএ এয়ারফোর্সের কমান্ডার জেনারেল ডিং লাইহাং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা দ্বি পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।
এছাড়াও ছয়দিনের চীন সফরে দেশটির বিভিন্ন সামরিক, বেসামরিক স্থাপনা ও প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন বিমান বাহিনী প্রধান। সেই অভিজ্ঞতা বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও বিদ্যমান সরঞ্জামাদি সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।
বিমান বাহিনী প্রধানের এই চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও পিএলএ এয়ার ফোর্সের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ়, পেশাগত ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছে আইএসপিআর।
এর আগে, রোববার (১৫ সেপ্টেম্বর) পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে এক সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছিলেন বিমান বাহিনী প্রধান।