Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান


২১ সেপ্টেম্বর ২০১৯ ১৭:৫৪

চীনে ছয় দিনের সরকারি সফর শেষে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত দেশে ফিরেছেন। শনিবার (২১ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চীন সফরকালে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান সে দেশের বিমান বাহিনী প্রধান জেনারেল উই ফেং ও পিএলএ এয়ারফোর্সের কমান্ডার জেনারেল ডিং লাইহাং এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় তারা দ্বি পাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে কথা বলেন।

বিজ্ঞাপন

এছাড়াও ছয়দিনের চীন সফরে দেশটির বিভিন্ন সামরিক, বেসামরিক স্থাপনা ও প্রকল্প পরিদর্শন করে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেন বিমান বাহিনী প্রধান। সেই অভিজ্ঞতা বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়ন ও বিদ্যমান সরঞ্জামাদি সুষ্ঠু রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

বিমান বাহিনী প্রধানের এই চীন সফরের মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী ও পিএলএ এয়ার ফোর্সের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও সুদৃঢ়, পেশাগত ক্ষেত্রে পারস্পারিক সহযোগিতা ও সুসম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছে আইএসপিআর।

এর আগে, রোববার (১৫ সেপ্টেম্বর) পিএলএ এয়ারফোর্সের আমন্ত্রণে এক সরকারি সফরে ঢাকা ত্যাগ করেছিলেন বিমান বাহিনী প্রধান।

 

 

আইএসপিআর চীন পিএলএ এয়ারফোর্স বাংলাদেশ বিমান বাহিনী প্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর