বিএসএমআরএসটিইউ ভিসি’র পদত্যাগ দাবি, শিক্ষার্থীদের ওপর হামলা
২১ সেপ্টেম্বর ২০১৯ ১৮:৫৯
গোপালগঞ্জ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ দাবিতে অনশনে বসা শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তাদের দাবি— ভিসির পেটোয়া বাহিনী এই হামলা চালিয়েছে। এতে অন্তত ১৫ শিক্ষার্থী আহত হয়েছেন।
তাদের মতে শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে হঠাৎ কিছু বহিরাগত দেশীয় অস্ত্রসস্ত্র হাতে হামলা চালায়। এরপর তারা কাউকে ক্যাম্পাসের বাইরে যেতে দেয়নি, ভেতরেও আসতে দেয়নি।
বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. খন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে এদিন সকাল ১০টায় অনশনে বসেন শিক্ষার্থীরা।
এদিকে চলমান পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামী ৩ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সেই সঙ্গে বিকেল ৪টার মধ্যে হল ছাড়তে শিক্ষার্থীদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এসব বিষয়ে জানতে চাইলে ড. খন্দকার নাসির উদ্দিন বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে ১৪৪ ধারা জারি করা হয়েছে। আন্দোলনকারীরা ক্যাম্পাস ত্যাগ না করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
প্রশ্ন করা হলেও তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রসঙ্গ এড়িয়ে যান নাসির উদ্দিন।
জেলা প্রশাসক শাহিদা সুলতানা সারাবাংলাকে বলেন, বিশ্ববিদ্যালয়ে ১৪৪ ধারা জারি করা হয়নি।