ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহে বৃদ্ধার মৃত্যু
২১ সেপ্টেম্বর ২০১৯ ১৯:৩৭
ময়মনসিংহ: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফাতেমা আক্তার (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) ভোর রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ফাতেমার বাড়ি জামালপুরের ইসলামপুর উপজেলায়।
হাসপাতালের উপপরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৩ সেপ্টেম্বর রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ফাতেমা হাসপাতালে আসেন। তাকে ১২ নম্বর ওয়ার্ডে মেডিসিন বিভাগে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৯ সেপ্টেম্বর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
কর্তব্যরত চিকিৎসক জানান, ভর্তির পর বার্ধক্যজনিত নানা জটিলতা দেখা দেওয়ায় ফাতেমাকে আইসিইউতে নেওয়া হয়েছিল।
এ নিয়ে মমেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৭ জন রোগী মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন ২৪ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।